আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

(আজকের দিনকাল):ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন সুফল (৩৪)।

এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাট এলাকায় একটি প্রাইভেটকার থামানো হয়। এ সময় প্রাইভেটকারে তল্লাশি করে দুই ব্যক্তির হেফাজতে থাকা ৫৩ কেজি গাঁজা জব্দ করে র‌্যাব।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোম্পানি কমান্ডার আরও বলেন, পরে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজতে থাকা ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ