আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরখানে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

(আজকের দিনকাল):রাজধানীর উত্তরখানে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে যাওয়া দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে উত্তরখান মাজার এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিক আটকা পড়েন। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন— মো. আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)। লাশ স্থানীয় থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত দুই শ্রমিকের বাড়ি গাইবান্ধা জেলায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ