আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি, ২ গৃহবধূসহ আটক ৩

(আজকের দিনকাল):প্রেমের সম্পর্ক গড়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণের মাধ্যমে এক যুবককে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে নদী ও জুলেখা নামে দুই গৃহবধূ ও শাহিনুর শেখ নামে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চক্রটির হোতা মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের সালেক শেখের ছেলে শাহিনুর বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বর সংগ্রহ করে চক্রের নারী সদস্যদের কাছে সরবরাহ করে। পরে ওই নারীরা মোবাইল ফোনের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। চূড়ান্ত পর্যায়ে নির্দিষ্ট কোনো স্থানে গিয়ে নিজেদের ঘনিষ্ঠতার অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ সম্পদ আদায় করে আসছিল।

এ চক্রটির শিকার হয় মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের এক যুবক। প্রতারক চক্রটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই যুবককে একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে তারা যুবকটির পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এরই সূত্র ধরে মাগুরা পুলিশের সাইবার টিম ও ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোমবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার একটি বাড়ি থেকে চক্রটির ওই তিন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত যুবককে উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানা গেছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রতারিতরা বিষয়টি গোপন করে যায়; কিন্তু একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যেতে পারে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ