আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকা থেকে রেমিট্যান্সের নামে পাচার হওয়া অর্থ দেশে আসছে’

(আজকের দিনকাল):বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমেরিকা থেকে রেমিট্যান্সের নামে পাচার হওয়া অর্থ দেশে আসছে’ উল্লে­খ করে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন ইদানিং আমেরিকা থেকে রেমিট্যান্সের নামে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আসছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন পত্রিকা লিখছে পাচার হওয়া অর্থ তারা দেশে ফিরিয়ে আনছে। কারণ এই সরকারি কর্মকর্তা যদি তাদের বউ-বাচ্চা নিয়ে সেখানে না যেতে পারে, তাহলে এই টাকা সেখানে বাজেয়াপ্ত হয়ে যাবে। যে কারণে আমেরিকা থেকে রেমিট্যান্স আসা বেড়ে গেছে।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘তেল, গ্যাস, বিদ্যুৎসহ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি’র দাবিতে ঢাকা মহানগর বিএনপির উত্তর আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় মানববন্ধনে আয়োজক সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. মেজবাহ উদ্দিন খানের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা দলের সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

তিনি বলেন, ‘তাও দেখবেন আওয়ামী লীগ কিছুতেই স্বীকার করবে না যে, তারা খারাপ আছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা স্বীকার করেছেন। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমেরিকা চাইলে বাংলাদেশের ক্ষমতাকে ওলটপালট করতে পারে। অর্থাৎ ৩ তারিখে ভিসানীতি সরকারের নলেজে আনার পরে সরকারের হুঁশ হয়েছে।’

ভিসানীতি সম্পর্কে দুদু বলেন, ‘সম্প্রতি আমেরিকান সরকার একটা ভিসানীতি ঘোষণা করেছে। এই ভিসানীতি সরকারকে পাঠিয়েছিল অনেক আগেই ৩ মে। কিন্তু সরকার প্রকাশ করেছে দুই-তিন দিন আগে। আমি বলব- এটা সরকার প্রকাশ করে নাই। আমেরিকার মন্ত্রী টুইট করার পর আমরা জানতে পেরেছি। আমেরিকান সরকার শুধু বাংলাদেশের জন্যই এই নতুন ভিসানীতি তৈরি করেছে।’

‘প্রশাসন ও পুলিশ বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে সরকার’- এমন মন্তব্য করে দুদু বলেন, ‘ভোটের ব্যাপারে যদি একটু এদিক-সেদিক হয় তাহলে তাদের (প্রশাসনের) সন্তানরা যারা নিজের যোগ্যতায় ভিসা পেয়ে সেখানে পড়াশোনা করছেন সে সন্তানদের দেশে ফেরত আসতে হবে। কারণ তাদের বাবা-মায়েরা সরকারের পক্ষ নিয়ে ভোটের বিপক্ষে দাঁড়িয়েছেন সে জন্য।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ