(আজকের দিনকাল):মানিকগঞ্জের হরিরামপুরে গাঁজা সেবন নিয়ে কথা কাটাকাটির জের ধরে ধানের খড় শুকানোর কারাইল দিয়ে ধান কাটার শ্রমিক আজিদ প্রামাণিককে (৬১) পিটিয়ে হত্যা ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত হত্যাকারী হলেন রাজশাহী বাঘা উপজেলার কেশবপুর গ্রামের মাজদার আলীর ছেলে মো. সোহেল রানা (২৮)। মানিকগঞ্জের হরিরামপুরে হেলাচিয়া গ্রামে ধান কাটতে এসে নিহত হন আজিদ প্রামাণিক নামে ওই কৃষি শ্রমিক।
নিহত আজিদ প্রামাণিক নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তিনি বলেন, গত ২৩ মে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় থেকে হেলাচিয়া গ্রামের লাভলু মিয়া তার খেতে ধান কাটাসহ অন্যান্য কাজের জন্য সোহেল রানা ও আজিদ প্রামাণিককে তার বাড়ি নিয়ে যান। তাদের দুজনের পরিচয় ওই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাতেই। ২৮ মে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চালা ইউনিয়নের নারীকাটি গ্রামে লাভলু মিয়ার ধানি জমিতে তারা খড় শুকানোর জন্য যান।
তিনি বলেন, কিছু সময় কাজ করার পর গাঁজা সেবন করা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে আজিদ প্রামাণিক, সোহেল রানাকে গালি দেয়। তখন সোহেল উত্তেজিত হয়ে তার হাতে থাকা কারাইল (ধানের খড় শুকানোর জন্য বাঁশের তৈরি লাঠি) দিয়ে আজিদকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হত্যা করে। এ ঘটনার পর সোহেল নিজ এলাকায় আত্মগোপনে চলে যায়। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ভোরে তার গ্রামের বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করে ডিবি।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, এ হত্যার ঘটনায় হরিরামপুর থানায় নিহতের বাবা আব্দুল কাদের প্রামাণিক বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। গ্রেফতারকৃত সোহেল রানাকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ পুলিশ সুপার অফিসের সাংবাদিকদের এক বিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান জানান, গত ২২ মে রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর থেকে কাজের উদ্দেশ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে নামের সোহেল রানা। এ সময় আরেক শ্রমিক আজিদ প্রামাণিকের পরিচয় হয়। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশের সদস্যরা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইমতিয়াজ মাহবুব, হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. আবুল কালাম।
Leave a Reply