আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

(আজকের দিনকাল):বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নগরীর চান্দগাঁও থানায় ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এদিকে এ মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম জানান, রোববার বিএনপির পদযাত্রা চলাকালে নগরীর বহদ্দারহাট এলাকায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, এ মামলায় সোমবার নগরীর বিভিন্ন এলাকা থেকে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

১০ দফা দাবিতে রোববার বিকালে নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে পদযাত্রা শুরু করে নগর বিএনপি। এতে নেতৃত্ব দেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। পদযাত্রাটি রাহাতারপুল, এক কিলোমিটার, চাঁন্দগাঁও থানা হয়ে বহদ্দারহাটে শেষ হয়। কর্মসূচির সমাপ্তি ঘোষণার মুহূর্তে বিএনপির একদল কর্মী পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। পরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা ছুটে গিয়ে সেখান থেকে উত্তেজিত কর্মীদের সরিয়ে নেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ