আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবার জন্মদিনে হৃদির প্রথম সিনেমার ট্রেলার প্রকাশ

(আজকের দিনকাল):বাবা ড. ইনামুল হকের জন্মদিনে নিজের পরিচালিত প্রথম সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশ করলেন অভিনেত্রী হৃদি হক। গত ২৯ মে ছিল প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের জন্মদিন। দিনটিতে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার মুক্তির কার্যক্রম শুরুর লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন পরিচালক। এটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির মূল ভাবনা ড. ইনামুল হকের। তাই তার জন্মদিনে তাকেই নিবেদন করে টিজার ও ট্রেইলার প্রকাশ করা হয়। সিনেমাটি ১৮ আগস্ট মুক্তি পাবে।

এ প্রসঙ্গে হৃদি হক বলেন, ‘যেহেতু আব্বুর জন্মদিন ছিল ২৯ মে তাই তাকে নিবেদন করেই আমরা টিজার এবং ট্রেইলার প্রকাশ করি। সবাই ভীষণ মুগ্ধ হয়েছেন। আমাদের মনেও সিনেমাটি ঘিরে অনেক আশা জেগেছে। আমার বিশ্বাস সিনেমাটি দর্শক দেখবেন।’

এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক। এতে তিনি বীথি নামে একটি চরিত্রে অভিনয়ও করেছেন। তার বিপরীতে ফেরদৌস অভিনয় করেছেন সঞ্জু নামক একজন শিক্ষকের চরিত্রে।

তিনি বলেন, ‘এ সিনেমা প্রচারণায় হাতে আঁকা পোস্টারের মধ্য দিয়ে আমাদের সিনেমার পুরোনো ঐতিহ্যকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। টিজার, ট্রেইলার দেখে উপস্থিত দর্শকের মধ্যে সিনেমাটিকে দেখার প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। আমি মনে করি, মুক্তিযুদ্ধের সময়কার গল্পের এ সিনেমা বাংলাদেশের প্রত্যেক সচেতন নাগরিকের দেখা উচিত। আমি সিনেমাটির সার্বিক সাফল্য কামনা করছি।’

সিনেমাটি মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা সোনিয়াকে একটি গানে ভিন্নরূপে দেখা যাবে।

তিনি বলেন, ‘আমি হৃদি আপুর প্রতি কৃতজ্ঞ যে, এত অসাধারণ একটি সিনেমায় আমাকে তিনি মন থেকে সম্পৃক্ত রেখেছেন। আমার অভিনয় জীবনের একটি সিগনেচার সিনেমা হয়ে থাকবে ১৯৭১ সেইসব দিন।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ