আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও শুভেচ্ছাদূত হলেন মিম

(আজকের দিনকাল):অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সে ধাবাহিকতায় সম্প্রতি নতুন একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। ৩১ মে প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়।  এটি মূলত একটি স্কিন অ্যান্ড বিউটি কেয়ার পণ্য তৈরি ও বিপণনকারী প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে মিম বলেন, এর আগেও আমি অনেক প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি। এ মুহূর্তে ইউনিসেফেরও অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। নতুন আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমার পথচলা শুরু হলো। আশা করছি আগামী এক বছর আমি প্রতিষ্ঠানটির প্রচারণায় ঠিকঠাকভাবে কাজ করে যেতে পারব। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটিও আমাকে যথাযথভাবে সহযোগিতা করবে।

এদিকে আগামী কুরবানি ঈদে মিম অভিনীত দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ একটি সিনেমা মুক্তি পাবে। এছাড়া সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন হান্ট ডাউন’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এটি ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ’তে প্রকাশ পাবে। সর্বশেষ তিনি কলকাতায় সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় শেষ করেছেন জিতের বিপরীতে ‘মানুষ’ নামে সিনেমায় অভিনয় করেছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ