আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে আমিষের চাহিদা মেটাতে নাটোরের নলডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে মৎস্য চাষে বিনিয়োগ করছে প্রাণ গ্রুপ

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল বিলহালতি এলাকায় ২০২ বিঘা এরিয়ার পুকুর কিনে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।বৃস্পতিবার দুপুরে উপজেলার কালিগঞ্জ ত্রিমোহনীর বিলহালতি এলাকায় মাছের ১ লাখ রেনু পোনা অবমুক্ত করেন প্রাণ গ্রুপ। এসময় উপস্থিত ছিলেন, প্রাণ গ্রুপের এইচআরএম ম্যানেজার  এস এম আরিফ মেহেদি রিপন, সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন রাজু প্রমুখ।
 প্রাণ গ্রুপের এইচআরএম ম্যানেজার  এস এম আরিফ মেহেদি রিপন জানান, নলডাঙ্গার উপজেলার শেষ সীমানার কালিগঞ্জ ত্রিমোহনীর বিলহালতি এলাকায় দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ২০২ বিঘা এরিয়ার পুকুর ক্রয় করে মৎস্য উৎপাদনে বিনিয়োগ করেন দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। এতে দেশে আমিষের চাহিদা পূরণ ও প্রত্যন্ত অঞ্চলের বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ মাছ চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। আমাদের প্রাণ গ্রুপের প্রতিবছর ১ হাজার মেক্টিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাণ আরএফএল গ্রুপের আলো নামের নতুন একটি ব্যান্ড যেখানে উন্নতমানের মাছের রেনু পোনা উৎপাদন, প্রোন্টি শিল্পের খাবার উৎপাদনসহ বাজারজাত করছে ।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ