-
- আইন-আদালত, রাজশাহী, লিড নিউজ
- নাটোরে এমপি বকুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট টাইম : জুন, ১, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ
- 75 বার
মোঃ রাশেদুল ইসলাম,(নাটোর প্রতিনিধি):নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। স্বামীকে আইয়ুব আলীকে (৫২) সালিশে ডেকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন শাহানাজ পারভীন(৫০) নামে এক নারী। শাহানাজ পারভীন বাগাতিপাড়ার মাড়িয়া গ্রামের বাসিন্দা। মামলায় অপর আসামীরা হলেন মহিদুল ইসলাম(৩৬), মিজানুর রহমান (৩৬), মাইনুল ইসলাম (৩২) ও আব্দুল মজিদ (৫০)। তারা সকলেই এমপি বকুলের নিজ এলাকা সান্যালপাড়ার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার(১লা জুন) বাগাতিপাড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন মৃত আইয়ুব আলীর স্ত্রী শাহানাজ পারভীন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৫জুন শুনানির দিন ধার্য করেছেন।
মামলার এজাহারে বলা হয়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী আসামীরা আইয়ুব আলীকে বাড়ি থেকে ডেকে এমপি বকুলের বাড়ি সংলগ্ন দিঘীর পাড়ে নিয়ে যান। সেখানে তার থেকে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর আদায়ের চেষ্টা করা হয়। স্ট্যাম্পে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে এমপি বকুল মারধর করেন। অন্য আসামীরাও আইয়ুবকে মারধর করলে সেখানে জ্ঞান হারিয়ে আইয়ুবের মৃত্যু হয়।
নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৫জুন শুনানির দিন ধার্য করেছেন।
আইয়ুব আলীর ছেলে সোহাগ আলী বলেন, ঘটনার পর বাগাতিপাড়া থানায় এজাহার দায়ের করা হলেও তৎকালীন ওসি আব্দুল মতিন কোন পদক্ষেপে গ্রহণ না করায় আজ বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছেন মা।
এদিকে, মামলার প্রসঙ্গে বক্তব্য জানতে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল মুঠোফোনে বলেন, যেদিন এ ঘটনা ঘটে সেদিন তিনি ছিলেন নিজ বাসভবনে। প্রতিদিন তার কাছে আগত অসংখ্য মানুষ বাড়ির পাশে দিঘির পাড়ে আসেন। সেদিন এরকম কোন ঘটনা ঘটেনি। তবে শুনেছি এক ব্যক্তি কি প্রয়োজনে এসে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। দীর্ঘদিন পর দায়ের এ মামলার পেছনে সাবেক সংসদ সদস্য আবুল কালামের ঘনিষ্ট আইনজীবী শাহ মখদুম রুপস জড়িত। তাকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।
এদিক, দীর্ঘদিন পর কেন আদালতে মামলা দায়ের করা হলো সে প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদী শাহনাজ পারভীন বলেন, তিনি স্বামীর মৃত্যুর জন্য এমপি বকুলকে দায়ী করেন। তবে বিচার পাননি। এমপি তার দুই ছেলেকে চাকুরী দেয়ার আশ্বাস দিলেও চাকুরি দেননি। তাই তিনি এ মামলা দায়ের করেছেন।
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply