আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ের পরকীয়ার বলি চার বছরের মাহাদি!

(আজকের দিনকাল):ঝিনাইদহের শৈলকূপায় মায়ের পরকীয়ার বলি হয়েছে চার বছরের মাহাদি। মায়ের হাতে খুন হয়েছে ওই শিশু। এ ঘটনায় মাহাদির মা মিম খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ ঘটনায় মা মিম খাতুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার শেখপাড়া বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘাতক মিম খাতুন ও সন্দেহজনক প্রেমিক মনিরের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

এলাকাবাসীর ধারণা খালাতো ভাই মনিরের সঙ্গে মিমের পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শৈলকূপা থানায় নিহতের পিতা সজিব বিশ্বাস ঘাতক মা ও প্রেমিক মনিরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মিম খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।

গৃহবধূর স্বামী শেখপাড়া বাজারের একজন ব্যবসায়ী। মঙ্গলবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী দোকান থেকে বাড়ি এসে রুমের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির একপর্যায়ে দরজা না খুললে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। ধাক্কা দিয়ে রুমের জানালা খুলে দেখেন গৃহবধূ ও শিশুসন্তান ঘরের আড়ায় ওড়নার সঙ্গে ঝুলে আছে।

দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন এবং গৃহবধূকে ভর্তি করা হয়। দুটি মোবাইল ফোন, বিষের বোতল, বিস্কুট ও ওড়না উদ্ধার করেছে পুলিশ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ