(আজকের দিনকাল):বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. খাজা মিয়াকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাবিবুর ২০২০ সালে নভেম্বরে বিদ্যুৎ বিভাগের সচিব পদে দায়িত্ব পান। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ছিলেন।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা ২০২১ সালের ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
Leave a Reply