(আজকের দিনকাল):২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের (জন নিরাপত্তা ও সুরক্ষা সেবা) জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২৮ হাজার ৭৮১ কোটি টাকা। আগের বার সংশোধিত বাজেট ছিল ২৬ হাজার ৯২৮ কোটি টাকা। এই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের বাজেটে ১ হাজার ৮৫৩ কোটি টাকা বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অধীন রয়েছে বাংলাদেশ পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে আছে কারা অধিদপ্তর, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা। আগের বছর ছিল (সংশোধিত) ২৩ হাজার ২৫৯ কোটি টাকা। আর এ বছর সুরক্ষা সেবা বিভাগের বাজেট বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ১৮৭ কোটি টাকা। আগের বছর ছিল (সংশোধিত) ৩ হাজার ৬৬৯ কোটি টাকা।
Leave a Reply