আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যেসব সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে, তালিকা

(আজকের দিনকাল):বেশ কিছু আসনের সীমানায় ‘সামান্য’ পরিবর্তন এনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩০০ টি আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হয়েছে।

শনিবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে জারি হয়েছে।

কোন কোন আসনের সীমানায় পরিবর্তন এসেছে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ১০-১২টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে। আগামীকাল (রোববার) বিস্তারিত জানানো সম্ভব হবে।

সংসদীয় আসনের সীমানার প্রাথমিক খসড়া গত ২৬ ফেব্রুয়ারি খসড়া প্রকাশ করে এ নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

নির্ধারিত সময়ে ৩৮ আসনের বিপরীতে শতাধিক আবেদন পড়ে। সেগুলোর ওপর ৩-১৪ মে শুনানি হয়।

এর পর সব বিচার-বিশ্লেষণ শেষে কমিশন সব কিছু চূড়ান্ত করে জুনের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের রোডম্যাপ রাখে।

৩৮টি আসনে দাবি-আপত্তির আবেদন এলেও ১০-১২টি আসনের বিষয়ে যুক্তিতর্ক ও বিশ্লেষণগুলোই বেশি আমলে নিয়ে পর্যালোচনা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ‘অল্পসংখ্যক’ আসনে পরিবর্তন আসছে বলে গত মঙ্গলবারই জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

কতটি আসনে পরিবর্তন এসেছে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেছিলেন, সঠিক সংখ্যাটা বলতে পারব না। অল্প আসনে পরিবর্তন এসেছে।

যেসব আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে গাজীপুরের একাধিক আসন রয়েছে। গাজীপুর-২ ও গাজীপুর-৫ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে। এছাড়া যেসব আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে সেগুলো সব ৩০০ আসনের সীমানা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন, যেটি নিম্নরূপ—

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ