আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে কাউন্সিলর প্রার্থীর বছরে আয় ১ কোটি ১০ লাখ টাকা

(আজকের দিনকাল):রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জনসহ ১৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২১ সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহাদাত আলী শাহু। তিনি তার নির্বাচনি হলফনামায় বছরে আয় দেখিয়েছেন ১ কোটি ১০ লাখ টাকা।

জানা গেছে, শাহাদাত আলী শাহু নিজ এলাকায় জমি কেনাবেচার ব্যবসা করে বিপুল অর্থ, বাড়ি, গাড়ি ও সম্পদের মালিক হয়েছেন। হলফনামায়ও তিনি বিপুল সম্পদের বর্ণনা করেছেন। স্বাক্ষর জ্ঞানসম্পন্ন এই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে নিজ এলাকা ও আশেপাশের এলাকায় প্রভাব খাটিয়ে মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ১০ লাখ ৭৮ হাজার ২১৪  টাকা। ব্যাংকে জমা দেখানো হয়েছে ৩ কোটি টাকা। নগদ টাকা দেখানো হয়েছে ৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৫১২ টাকা। স্ত্রীর বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ৫০ হাজার ৪৮৫ টাকা। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা।

এছাড়া তার সম্পদের মধ্যে একটি প্রাডো জিপ গাড়ি, একটি পিস্তল, ২১ বিঘা জমি, ৮টি বাড়ি রয়েছে। এর মধ্যে নিজের নামে ৫ এবং স্ত্রীর নামে ৩ বাড়ি। নিজের নামে ৫টি বাড়ির মধ্যে তিনতলা একটি, পাঁচতলা একটি বাণিজ্যিক ভবন, তিনতলা আবাসিক একটি, পাঁচতলা আবাসিক একটি এবং দুইতলা আবাসিক দু’টি। স্ত্রীর নামে তিনটি বাড়ির মধ্যে রয়েছে ছয়তলা আবাসিক একটি এবং নির্মাণাধীন পাঁচতলা ও ১০তলা দু’টি।

শাহাদাত আলী শাহু বলেন, আমি প্লটের ব্যবসা করি। বাপ-দাদারই ৬০ বিঘা সম্পত্তি ছিল। এখন বছরে দুই কোটি টাকা আয় করি। এসব অর্থ দিয়ে সম্পদ করেছি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ