আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লা খান

(আজকের দিনকাল):অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব জুবাইদা নাসরিনকে অভোগকৃত অবসরোত্তর ছুটি বাতিল ও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ারকে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (কিইউপি) সহযোগী অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ই পাসপোর্ট ও স্বংক্রীয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম হাসানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করে ওই পদে লেফটেন্যান্ট কর্নেল মো. মোতাসিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ