আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরের সিংড়ায় “সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে চায়।
প্রতিমন্ত্রী আজ রবিবার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে “সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক, পরিচালক মোঃ আমিনুল এহসান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।#
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ