আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দলে দলে সমাবেশস্থলে আসছেন জামায়াত নেতা-কর্মীরা

(আজকের দিনকাল):ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মৌখিকভাবে সমাবেশের অনুমতি দেওয়ার পর দলে দলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। এদিকে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার সকালে সমাবেশস্থল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, শনিবার বেলা ১১টা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশস্থলের ভেতরে ইতোমধ্যে জামায়াতের নেতা-কর্মীরা দলে দলে হাজির হয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংখ্যাও বাড়ছে সমাবেশস্থলে।

এদিকে জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি যেন না হয়, সেই উদ্দেশ্যে সমাবেশস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে ও বাইরে থানার পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশ সদস্যরাও মোতায়েন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে ডিএমপি জামায়াতকে মৌখিকভাবে অনুমতি দেয় শনিবার বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করার জন্য। জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় ডিএমপি।

এ বিষয়ে শুক্রবার রাতে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান জানান, জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

পরে শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, ডিএমপির পক্ষ থেকে জামায়াতকে সমাবেশ করার জন্য লিখিত নয়, মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আপনারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারেন।

কোনো ধরনের শর্ত দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে বিপ্লব বলেন, যেহেতু লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি, তাই শর্তের কোনো প্রশ্নই ওঠে না। লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন বলেন, আমরা ঢাকা মহানগরবাসীর জন্য যেখানে যেমন প্রয়োজন সেভাবে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছি। যেকোনো জায়গায় আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা থাকে। কোথাও প্রোগ্রাম হলে আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা থাকে। জামায়াতের সমাবেশকে কেন্দ্র করেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ