আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফয়জুল করীমের ওপর হামলা, যা বললেন পুলিশ কমিশনার

(আজকের দিনকাল):বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের (হাতপাখা) মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটেছে।  এই খবর পাওয়ার পরপরই নির্বাচনের ৮৭ নম্বর কেন্দ্রে (সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম।

সোমবার দুপুর সোয়া ১টার ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের শরীরে আঘাতের চিহ্ন ও দাঁতে রক্ত দেখেছি। হামলার বিষয়ে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

ঘটনাস্থল পরিদর্শনে এসে হাতপাখার প্রার্থীর ওপর হামলার বিষ‌য়ে প্রিজাই‌ডিং কর্মকর্তা শাহাদাত হো‌সেনের কা‌ছে কে বা কারা কীভাবে হামলা করলো সে বিষয়ে জান‌তে চেয়েছেন পু‌লিশ ক‌মিশনার।

নির্বাচনের কেন্দ্রে বাইরের লোক থাকার থাকার বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, সবাইকে সরিয়ে দিচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

এর আগে সোমবার ২২নং ওয়ার্ডে ৮৭ নম্বর কেন্দ্রে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনকালে হাত পাখা প্রার্থীর উপর হামলা চালানো হয়।

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন। এদের মধ্যে দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম (হাত পাখা) ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল)। বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। তাঁরা হলেন- মো. আলী হোসেন হাওলাদার (হরিণ), মো. আসাদুজ্জামান (হাতি) ও মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি)।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ