আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল-সিলেট-রাজশাহীর নির্বাচন বয়কট ইসলামী আন্দোলনের

(আজকের দিনকাল):সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশনের প্রত্যাহার চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি বরিশালের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দলটি।

দলের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ রেজাউল করিম সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রশাসন যখন সরকার দলীয়করণ হয়, তখন সেখানে সুষ্ঠু নির্বাচন কখনই আশা করতে পারি না। যার কারণে এ সরকার পতনের দাবি জানাচ্ছি। সেই সাথে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, সিলেট ও রাজশাহী নির্বাচনে আমাদের প্রার্থী আছে। আমরা সেই নির্বাচনের প্রার্থিতা থেকে তাদের বয়কটের ঘোষণা দিচ্ছি। ফলে তারা আর ওই নির্বাচন করবে না। কারণ সুন্দর পরিবেশ নাই।

তিনি বলেন, আজ নির্বাচনের অনিয়ম ও নায়েবে আমিরের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছি। আর আগামী শুক্রবার বাদজুমা সারা দেশব্যাপী এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করব। পাশাপাশি পরবর্তীতে আরও কর্মসূচি জাতির সামনে ঘোষণা করব।

মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো নিয়মতান্ত্রিকভাবে করে আসছিলাম। বিভিন্ন সময়ে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার যে আচরণ করছে, আমরা বারবার বলার পরেও তারা কিন্তু তাদের চরিত্র থেকে ফিরে আসছে না।

সোমবার নির্বাচন চলাকালে দুইবার ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা এবং জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনাকে আমরা ঘৃণাসহ ধিক্কার জানাই।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আজকের ভোটে এমন কোনো বুথ নেই যেখানে আওয়ামী লীগের লোক দাঁড়িয়ে তাদের পক্ষে ভোট দিতে বাধ্য করেনি।

এদিকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা ও তাকে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ