আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে জাতীয় পার্টির নেতা বাবু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারের পালপাড়া কদমতলা এলাকায় আজ বিকেলে ওয়ালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় ওয়ালিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুস’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রশিদ বাবু। এসময় অন্যান্যের মধ্যে সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, জাতীয় পার্টির ওয়ালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীব উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের উন্নয়নমূলক নানা তথ্য উপস্থাপন করেন।
পরিশেষে হুসাইন মোহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ