আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ওমান

(আজকের দিনকাল):বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ওমান।

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ওমানের এটি প্রথম ওয়ানডে জয়। তবে সব মিলিয়ে তাদের এটি ২২তম জয়।

সোমবার জিম্বাবুয়ের বুলাওয়েতে কাশ্যপ প্রজাপতি, আকিব ইলিয়াস, অধিনায়ক জিশান মাকসুদ ও মোহাম্মদ নাদিমের ব্যাটিং নৈপুণ্যে আইরিশদের দেওয়া ২৮২ রানের লক্ষ্যে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ওমান।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন জর্জ ডকরেল।

তিনি ৮৯ বলে ৭টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ৮২ বলে ৫২ রান করে গ্যারি টেক্টর।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ