আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পালটা-পালটি ধাওয়া

(আজকের দিনকাল):গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইল ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে ফের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বলে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে ছোটাছুটি ও পালটা-পালটি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিকও আহত হন।

শ্রমিকরা জানান, তাদের দিয়ে প্রতিদিন রাত ৩টা পর্যন্ত ওভারটাইম করানো হয়। কিন্তু ওই ওভারটাইমের টাকা মাসিক বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না। আজ জুন মাসের ১৯ তারিখ হয়ে গেলেও গত মাসের বেতনের খবর নেই।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান জানান, রোববার শ্রমিকদের বলা হয়েছিল সোমবার ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে, কিন্তু কারখানা মালিক টাকা সংগ্রহ করতে দেরি হওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে তারা দুপুরের পরে ওভারটাইমের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধের আশ্বাসে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবরোধ তুলে নেয়। কিন্তু দুপুরের দিকে শ্রমিকরা আবার বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করতে যায়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর তারা ঢিল ছুড়ে। এ সময় তাদের নিবৃত্ত করতে পুলিশ এগিয়ে গেলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ