আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

(আজকের দিনকাল):নরসিংদীতে বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে পাঁচদোনা-ঘোড়াশাল ও টঙ্গী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কেও যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বেতন পাওয়ার আশ্বাসে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

সোমবার সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান পাকিজা গ্রুপের সিস্টার কনসার্ন প্রতিষ্ঠান মমটেক্স হোম ফ্যাশন ও মমটেক্স এক্সপ্রো লিমিটেডের শ্রমিকরা এ আন্দোলন করেন।

শ্রমিকরা জানান, কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করছে না। ২-৪ মাসের বেতন বকেয়া পড়ে গেছে। মাঝে মাঝে বেতন দিলেও কিস্তি আকারে বেতন দেয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানা গেটের সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা আন্দোলনে যোগ দেন। শ্রমিকরা পাঁচদোনা-ঘোড়াশাল ও টঙ্গী মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের আন্দোলন ও অবরোধের ফলে পাঁচদোনা থেকে ঘোড়াশাল শহিদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পাঁচদোনা ফাঁড়ি, নরসিংদী পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও সদরের এসিল্যান্ড মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান; কিন্তু কোনো আশ্বাসেই তাদের শান্ত করা যাচ্ছিল না। পরে তাৎক্ষণিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিলে দুপুর আড়াইটার দিকে তারা অবরোধ তুলে নেন।

মমটেক্স এক্সপ্রোর জিএম আবুল বাশার বলেন, আজকেই শ্রমিকদের বেতন তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। হয়তো তারা খেয়াল করেননি। তাই তারা আন্দোলনে নেমেছেন। আমরা বলেছি, বেতনের পাশাপাশি আগামী ২২ তারিখের মধ্যে বোনাসও দেওয়া হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবার চৌধুরী জানান, মূলত বেতন-ভাতা নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা। বিষয়টি শিল্পাঞ্চল পুলিশ দেখছে। তারপরও নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছে। সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপাতত সড়কে কোনো সমস্যা নেই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ