(আজকের দিনকাল):জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রচেষ্টায় সবকিছু করা হবে। এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন প্রথম থেকেই সোচ্চার রয়েছে, সর্বশেষ পর্যন্ত সোচ্চার থাকবে। নাদিম হত্যাকাণ্ডের অনেক ঘটনাই সুস্পষ্ট। হতাকারী ও হত্যার সহায়তাকারী সবাই দ্রুত আইনের আওতায় আসবে। হত্যাকাণ্ডে জড়িত কেউ রক্ষা পাবে না।
তিনি বলেন, নাদিম হত্যা মামলাটি ডিবিতে চলে গেছে। নাদিমের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেখার পর কোন সাংবাদিকের গায়ে হাত দেওয়ার আগে অন্যায়কারীদের অন্তত ১০ বার ভাবতে হবে।
মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত ও পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করার পর ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে গত শনিবার বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ মামলায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মোট ১৩ জন গ্রেফতার হয়েছে। তারা সবাই বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে আছেন।
Leave a Reply