এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত।
ঈদের ছুটি বাড়ানো নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, ঈদুল আজহা যাতে মানুষ সুষ্ঠুভাবে পালন করতে পারেন। সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। আগামী ২৯ জুন ঈদুল আজহা হওয়ায় সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানোর ফলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচ দিন হবে।
Leave a Reply