আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগাতিপাড়ায় ঋণ না নিয়েও ঋণ খেলাপি হিসাবে নোটিশ দেয়ায় বিক্ষোভ,মানববন্ধন স্মারকলিপি প্রদান

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):ঋণ না নিয়েও নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অর্ধশত গ্রাহক ঋণ খেলাপি হিসাবে তালিকাভূক্ত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ট তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ,মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্থ গ্রহকরা। আজ দুপুরে প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে।পরে তারা বিচার দাবিতে ইউএনও ‘র কাছে স্মারকলিপি প্রদান করে।ইউএনও নীলুফার সরকার ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।গ্রাহকরা অভিযোগ করেন,বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যরা পল্লী সঞ্চয় ব্যাংকে সঞ্চয়ী গ্রহক হিসাবে ৮ হাজার টাকা ঋণ গ্রহণ করেন।ঋণ পরিশোধের পর তাদের অজান্তে নতুন করে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেখিয়ে খেলাপি হিসাবে নোটিশ করা হয়। তাদের অভিযোগ মাঠ ম্যানেজার তাইজুল ইসলাম পিন্টু ব্যাংকের সাথে যোগ সাজস করে গ্রাহকের নামে টাকা তুলে আত্নসাৎ করেন।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ