আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নলডাঙ্গায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের কারাদণ্ড

(আজকের দিনকাল):নাটোরে নলডাঙ্গা উপজেলার বিপ্র বেলঘরিয়া ইউনিয়নের রামশার কাজীপুর পূর্বপাড়াগ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে এক জনকে১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।

রবিবার (২৫জুন) দুপুরে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে । সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে এ সাজা দেওয়া হয় তাকে।
সাজা প্রাপ্তরা হলেন উপজেলার রামশার কাজীপুর পূর্বপাড়া গ্রামের ইদ্রিস আলী ভুট্টো ।
ভ্রাম্যমাণ আদালতের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়ে দেন তিনি।
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ