আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়ের কিছু নেই, সমস্যা এলে মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

(আজকের দিনকাল):আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নশীল দেশের বাস্তবায়ন করবে কে- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে সেরকম একজন নেতা দেখান। আজকে উন্নয়নশীল দেশ হিসাবে মর্যাদা পেলাম, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এটা বাস্তবায়ন করবে কে। সেরকম কোনো নেতৃত্ব আপনারা যদি দেখাতে পারেন আমার কোনো আপত্তি নেই।

রোববার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে উন্নত করতে হলে, আমাদেরই দরকার। তাই জনগণকে এটিই বলব, বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেশের সেবা করতে পেরেছি বলে আজকে আমরা দেশটাকে এই উন্নয়নের ধারায় নিয়ে আসতে পেরেছি। দারিদ্র্যের হার কমাতে পেরেছি। আজকে বেকারত্বের সংখ্যা মাত্র তিন ভাগ। ডিজিটাল পদ্ধতি হয়েছে, আমাদের ফ্রিল্যান্সাররা কাজ করছে। ছয় লাখ ফ্রিল্যান্সার ঘরে বসে উপার্জন করছে। কাজেই আমরা পিছিয়ে থাকব না, আমরা এগিয়ে যাব।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। জাতির পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, এই দেশকে উন্নত সমৃদ্ধ করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে বাঙালি মাথা উঁচু করেই চলবে।

শেখ হাসিনা বলেন, বাজেট নিয়ে অনেকে কথা বলেন। অনেকে সমালোচনা করছেন। আমি খুশি যে তারা বাজেট নিয়ে ভাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশে কিছু লোক আছে যারা কোনো ভালো কিছু দেখেন না। দেখতে চান না। তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। অপপ্রচার চালানো। আমরা আমাদের কাজ করছি। জনগণের যাতে ভালো হয় সেই চেষ্টা করছি। কারণ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কথা ভাবে, জনগণের জন্য কাজ করে।

প্রধানমন্ত্রী বলেন, এত বাধা, এত প্রতিরোধ, এত সমালোচনা, এত কিছু হচ্ছে। কিন্তু আমাদের অর্থনীতির চাকা যেন সচল থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। ‘সময়ে সময়ে কালো মেঘ’ দেখা গেলেও সবাইকে অভয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভয়ের কিছু নেই। সমস্যা এলেও তা মোকাবিলা করতে হবে। তিনি ঘাবড়ে না যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, অনেক বাধা-বিপত্তি, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

শেখ হাসিনা বলেন, আমি এটুকু বলব, এখানে ভয়ের কিছু নেই। সময়ে সময়ে সমস্যা তো আসেই। এ সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না। এটা মোকাবিলা করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ নেই বলেও জানান তিনি।

সবাইকে অভয় দিয়ে জনগণের উদ্দেশে সংসদনেতা বলেন, সময়ে সময়ে কালো মেঘ দেখা যায়। কথায় বলে ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারাশশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসি’।

সংসদনেতা বলেন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। কারো মুখাপেক্ষী হতে চাই না। ভিক্ষা করে চলতে চাই না। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে চাই। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। সেই বিজয়ী জাতি হিসেবে দেশকে আমরা এগিয়ে নিতে চাই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ