(আজকের দিনকাল)আত্মীয়ের জানাজা ও দাফনে যাওয়ার সময় বগুড়া সদরে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছে।
এ সময় শিশুদের বাবা ও মা আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরতলির এরুলিয়া মণ্ডলপাড়া বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা গাইবান্ধার বোনারপাড়ায় মৃত এক আত্মীয়ের জানাজা ও দাফনে যাচ্ছিলেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর গ্রামের রাশেদ শেখের দুই মেয়ে আশামনি (৭) ও খাদিজা খাতুন (৩) এবং অটোরিকশাচালক কাহালুর নারহট্ট গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আমিনুল ইসলাম তোতা (৫৪)।
আহতরা হলেন- নিহত শিশু দুটির বাবা রাশেদ শেখ (২৭) ও মা জ্যোৎস্না বেগম (২৫)।
নিহত দুই শিশুর ফুফু শারমিন আকতার জানান, তার ভাই রাশেদ শেখ পেশায় রাজমিস্ত্রি। সোমবার রাতে ভাইয়ের দাদিশাশুড়ি মারা যান। তার জানাজা ও দাফনে উপস্থিত হতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মঙ্গলবার সকালে কাহালুর বিবিরপুকুর থেকে অটোরিকশায় গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন। বগুড়া সদরে সড়ক দুর্ঘটনায় দুই ভাতিজি ও অটোরিকশা চালক মারা গেছেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, চালক আমিনুল ইসলাম তোতা মঙ্গলবার সকালে কাহালু থেকে একই পরিবারের পাঁচজনকে নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। তিনি বগুড়া সদরের এরুলিয়া মণ্ডলপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক তোতা মারা যান। আহত রাশেদ শেখ, তার স্ত্রী জ্যোৎস্না বেগম ও দুই মেয়ে আশামনি ও খাদিজাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুই মারা যায়। ঘটনাস্থল থেকে স্বজনরা অটোচালকের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply