আজ ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওয়াজ শরিফকে নিয়ে দুবাইয়ে বৈঠক

(আজকের দিনকাল):একদিন আগেই পার্লামেন্টে আইন সংশোধন করল পাকিস্তান। নতুন আইনে কোনো এমপিকে সর্বোচ্চ ৫ বছরের বেশি অযোগ্য ঘোষণা করা যাবে না। ৫ বছর পর সরকারি পদে যেতেও বাধা দেওয়া যাবে না। এর মধ্য দিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার পথ সুগম হয়ে গেছে।

পরদিন সোমবারই আবার দুবাইয়ে জরুরি বৈঠক করলেন ক্ষমতাসীন দলের প্রধান দুই শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা। জিও নিউজের খবরে বলা হয়েছে, নওয়াজ শরিফ ও আসিফ আলী জারদারি এদিন দুবাইয়ে বৈঠক করেছেন।

দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনার জন্যই একত্রিত হন তারা। দলীয় সূত্র থেকে এমন তথ্য জানা গেলেও বিশ্লেষকরা বলছেন নওয়াজ শরিফকে দেশে ফিরিয়ে আনতেই তোড়জোড় শুরু করেছে সরকার। বাবা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গ দিতে বৈঠকে ছিলেন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

অন্যদিকে আসিফ আল জারদারির ছেলে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ছিলেন বৈঠকে। ক্ষমতাসীন জোটের আরও দুই শক্তিশালী অংশীদারও ছিলেন। বৈঠকের পর পাকিস্তানের রাজনীতিতে নতুন ঝড়ের সূচনা হবে বলে ধারণা করছেন তারা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে যোগ দিতেই এদিন লন্ডন থেকে উড়ে আসেন নওয়াজ। পরপরই সেখানে পৌঁছান জারদারি।

৯ মে ঘটনায় লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত: ৯ মে সহিংসতার ঘটনায় ছাড় দেওয়া হচ্ছে না কাউকে। বেছে বেছে অপরাধীদের দেওয়া হচ্ছে শাস্তি। বাদ যাচ্ছে না সামরিক সেনারাও। বরখাস্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তাসহ উচ্চ পদস্থ আরও অনেকে। সোমবার একটি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। জিও নিউজ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ