আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে-পলক

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় অসহায় মানুষের পাশে রয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে স্বাধীন বাংলাদেশে একজনও গৃহীন থাকবে না, বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ইতোমধ্যে ৯৬ সাল থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত ৯লক্ষ মানুষ কে জননেত্রী শেখ হাসিনা ঘর নির্মাণ করে দিয়েছে। প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসন ও ঘরবাড়ি সংস্কারের জন্য ১৬৮বান্ডিল ঢেউটিন ও ৫লাখ ৪হাজার নগদ আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমানসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ