আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে পুলিশের বিশেষ অভিযান

(আজকের দিনকাল):পবিত্র ঈদুল আজহা ঘিরে ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে ৬০০ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

ঈদের সময় ফাঁকা ঢাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখার কথা জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে এসব পেশাদার অপরাধীরা যেন জামিন না পায় সে ব্যাপারে চেষ্টা করবেন তারা।

মঙ্গলবার মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গোলাম ফারুক বলেন, ৬০০ জন পেশাদার অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। আমরা চেষ্টা করব ঈদের আগে যেন তাদের জামিন না হয়।

কমিশনার বলেন, গত ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারো আমরা পূর্ণ নিরাপত্তা দিতে পারব। আমাদের টহল পুলিশ থাকবে সার্বক্ষণিক, সিসি ক্যামেরা থাকবে, ডিবি পুলিশ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে।

এ সময় ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। তবু যারা বাড়ি যাচ্ছেন, আপনাদের মালামাল বিশেষ করে, স্বর্ণ বা নগদ টাকা কারো কাছে নিরাপদে গচ্ছিত রেখে যাবেন।

এ সময় ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি তুলে ধরে ডিএমপিপ্রধান বলেন, রাস্তার পরিস্থিতি ভালো। এখন যে অবস্থা দেখলাম চাপ নেই। শর্ট রুটে দু-একটা গাড়ি বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে। আমরা বিআরটিএর ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। দূরপাল্লার গাড়িতে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। যাত্রীরা যদি অভিযোগ করেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কেউ হয়রানির শিকার হলে আমরা জানতে পারলে ব্যবস্থা নেব।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ