আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ জনের মৃত্যু

(আজকের দিনকাল):কুষ্টিয়ায় কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জহুর আলী এবং ছলিম উদ্দিন নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহুর আলী (৫০) কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে এবং ছলিম উদ্দিন (৩৭) একই এলাকার মহির উদ্দিনের ছেলে।

এ সময় একই গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও সাধন কুমার বিশ্বাস বলেন, হতাহতরা সবাই কৃষক।  শনিবার দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের সময় তারা মাঠের কাজ শেষ করে সিদুরঘাট এলাকার তালতলা বাজারে একটি টিনের চালার নিচে অবস্থান করছিলেন।
এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জহুর ও ছলিমের মৃত্যু হয়।  গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, আহত রেজাউল এখন শঙ্কামুক্ত।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ