(আজকের দিনকাল):আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর মধ্যাহ্নভোজে অংশ নেন। তার জন্য আলাদা কোনো আয়োজন ছিল না। মধ্যাহ্নভোজে সাধারণ নেতাকর্মীদের জন্য যে আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর জন্যেও ছিল একই খাবারের মেন্যু।
প্রধানমন্ত্রীর খাবার মেন্যুতে ছিল পোলাও, সাদা ভাত, সবজি, খাসির মাংস, ডাল ও সেমাই। তৃপ্তি সহকারে প্যান্ডেলের মধ্যে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের খাবার খান। নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পাশে বসে খাবার খেয়ে উচ্ছ্বসিত।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ায় আমরা সবাই উদ্দীপ্ত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ নেতাকর্মীদের কত আপন করে নিয়েছেন তা আবার নতুন করে দৃষ্টান্ত সৃষ্টি করল।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তার কোনো অহংকার নেই। জাতি, ধর্ম ও বর্ণ সবকিছুর ঊর্ধ্বে ওঠে তিনি সাধারণ মানুষের কাতারে সামিল হতে পারেন। এজন্যই তো তিনি গণমানুষের নেত্রী। আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি আবারো প্রধানমন্ত্রী হয়ে এভাবেই মানুষের পাশে থেকে সেবা ও দেশের উন্নয়ন করতে পারেন।
Leave a Reply