আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে বাসের চাপায় ২ নারীর মৃত্যু

(আজকের দিনকাল):রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় পথচারী দুই নারী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার জসিমউদ্দিন সড়কে জিজিয়ান রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।

তিনি বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুই পথচারী নারী।’

ওসি বলেন, নিহতরা হলেন- মিনারা খাতুন (৫৫) এবং মনি বেগম (৩৫)। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে, তাদের একজন পোশাক কর্মী এবং অন্যজন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

ওসি আজিজুল হক মিয়া জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করার পাশাপাশি চালক শাহিনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ