(আজকের দিনকাল):লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, এ সরকারকে আর রাতের ভোটের সুযোগ দেওয়া হবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে- কাউকে মারার জন্য না, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা আইনের শাসন চাই।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটের কোনো প্রয়োজন পড়ে নাই, ২০১৮ সালে রাতের বেলায়ই ভোটাধিকার সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগ দিনের বেলার ভোটে বিশ্বাস করে না। এভাবে একটি দেশ চলতে পারে না।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এলডিপি ময়মনসিংহ উত্তর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমেদ বীর বিক্রম এসব কথা বলেন।
রোববার বিকালে ঈশ্বরগঞ্জের মাইজবাগ পিতাম্বরপাড়া হুছাইনিয়া কামিল মাদ্রাসা মাঠে ময়মনসিংহ উত্তর জেলা এলডিপির সদস্য সচিব আব্দুছ সামাদের সঞ্চালনায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ড. রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল হাশেম ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট নিলু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মঞ্জুরুল হকসহ জেলা ও উপজেলা এলডিপির নেতারা।
Leave a Reply