(আজকের দিনকাল):দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেশি নেওয়ার অভিযোগে কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ দোকানিকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোখলেদা খাতুন মীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেদা খাতুন মীম বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। যার জন্য কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছামতো দামে কাঁচামরিচ বিক্রি করছেন। এমনকি অনেকেই দ্রব্যমূল্যের তালিকা টাঙিয়ে রাখেননি। রোববার হিলি বাজারে অভিযান পরিচালনা করে কাঁচামরিচ বিক্রেতা ফারুখ হোসেন, শুশীল বসাক, জাহেদুল ইসলাম, মেহেদী হাসানকে এক হাজার টাকা করে ও সোহেল রানাকে পাঁচশ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply