আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে গরু ব্যবসায়ীকে হত্যাসহ টাকা লুট, ৯ ডাকাত গ্রেফতার

(আজকের দিনকাল):নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে শহিদুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীকে হত্যাসহ ৪ ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে সাড়ে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিভিন্ন স্থান থেকে ৯ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে লুট হওয়া ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে জেলার লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন মোঃ ইনসানুল (২৭), মোঃ আরিফ (২৫), মোঃ মিঠুন (২৮), মোঃ শাহ আলম (২৪), মোঃ রুবেল (৩২), মোঃ সোহাগ (২৫), মোঃ সুজন (৩০), মোঃ রেজাউল (৩৫) এবং  মোঃ রসুল (৩২)। নিহত শহিদুল ইসলাম ও আহত ব্যবসায়ীদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি এলাকায়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ঈদের আগের রাতে ঢাকার আফতাবনগর হাটে গরু বিক্রি করে বগুড়ায় ফেরার জন্য একটি ট্রাকে উঠেন শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মোঃ নূর আলম, মোঃ রেজাউল করিম ও মোঃ ইউনুছ আলী নামে ৫ ব্যবসায়ী। ওই ট্রাকটি চন্দ্রা এলাকায় পৌঁছলে ট্রাকে থাকা ছদ্মবেশী একদল ডাকাত ব্যবসায়ীদের মারধর করে দড়ি দিয়ে বেধে ফেলে।

পরে তাদের কাছে থাকা ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের নির্যাতনে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী মারা যান। বুধবার দিনগত রাতে তার মরদেহ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রান ফিলিং স্টেশনের পশ্চিমে ৮নং ব্রিজের ফেলে দেয় তারা। এছাড়াও আব্দুস সালাম নামে অপর জনকে চাটমোহরগামী রাস্তায় হান্ডিয়াল নামক স্থানে ভাঙ্গা ব্রিজের সামনে চলন্ত ট্রাক থেকে হাত পা বাঁধা অবস্থায় ফেলে দেয়া হয়।

অপর তিন ব্যবসায়ী মোঃ নূর আলম, মোঃ রেজাউল করিম, মোঃ ইউনুছ আলীকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় থামিয়ে তাদের ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহসহ আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের কয়েকটি টিম জেলার লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে। একই সঙ্গে তাদের কাছ থেকে লুট হওয়া ৪ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।  
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ