আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, কিশোরী কন্যা নিখোঁজ

(আজকের দিনকাল):টাঙ্গাইলের নাগরপুরে শাহনাজ আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার বিকালে নাগরপুর উপজেলা শহরের কলেজপাড়া গ্রামে নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের কিশোরী কন্যা ফারজানা আক্তার নিখোঁজ রয়েছে।

শাহনাজ আক্তার (৩০) উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী মোশারফের স্ত্রী।

নিহতের পিতা আব্দুল বাতেন বলেন, আমার জামাতা অনেক বছর ধরে বিদেশে থাকে। তার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে বিদেশে থাকে। অপর ছেলে ঢাকায় চাকরি করে। মেয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে। মেয়েকে নিয়ে উপজেলা সদরের নিজেদের চারতলা বাড়ির চারতলায় বসবাস করত। মেয়ে ও নাতিদের সঙ্গে কারো বিবাধ ছিল না। কিভাবে এ মৃত্যুর ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না। বিকালে মেয়ের সঙ্গে কথা হয়েছে। ফজরের নামাজের পর মেয়েকে ফোন দিয়ে আর পাইনি। দুপুরে মৃত্যুর খবর পাই। ঘটনার পর থেকে নাতনিও নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, কেউ হত্যাকাণ্ড ঘটিয়ে নাতনিকে তুলে নিয়ে গেছে বলে সন্দেহ হচ্ছে। আমি পুলিশের কাছে এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও নিখোঁজ নাতনিকে দ্রুত খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

ওই বাসার ভাড়াটিয়া অপু আক্তার বলেন, দুপুরে চারতলায় পানি আনতে গিয়ে দেখতে পাই চারতলার দরজা খোলা। শাহনাজ আপার লাশ খাটের উপর পড়ে রয়েছে। তার মেয়ে রুমে নেই। পরে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ