আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকুন: মন্ত্রী

(আজকের দিনকাল):আওয়ামী লীগের ক্ষতি হয় এমন বিতর্কিত মন্তব্য করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রোববার বিকালে তার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ চায় না তার নেতারা এমন কোনো বিতর্কিত বক্তব্য দিক যা দলের জন্য দুর্নাম বয়ে আনবে। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটের ওপর বিশ্বাসী। জনগণ ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। বর্তমান সরকার জনগণের ক্ষমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেলিখাল ইউপির চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, হুমায়ুন কবির মছব্বির, মো. রফিকুল হক, হাজী নুর মিয়া, আবু বক্কর সিদ্দিক, তারা মিয়া, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আরাফাত আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আলী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বজলু পাঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন রেনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, সদস্য ইকবাল হোসেন, শাহ আলম প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ