(আজকের দিনকাল):স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার একটি অনন্য তীর্থস্থান। বাংলাদেশের এই প্রান্তেও মহামানব বুদ্ধদেবের পদচারণা হয়েছিল। সম্রাট অশোক এ প্রাচীন স্থাপনাটি নির্মাণ করেছিলেন। সম্প্রীতির এ দেশে সবাই মিলেমিশে বাস করতে এবং সব অকল্যাণ দূর করতে সহায়ক হবে এই জ্ঞানচর্চা কেন্দ্র।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের রামুতে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার ও জগতজ্যোতি চিলড্রেন ওয়েল ফেয়ার হোম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এর আগেও রাংকুট বৌদ্ধবিহারে এসেছিলাম, এখানে যতই আসি ততই মুগ্ধ হই। এখানকার অনাথ শিশুদের আশ্রমটি আমি ইউটিউবে সার্চ করে দেখেছিলাম। তখনই আমি এখানে আসার মনস্থির করেছিলাম। আবারো এ বিহারের সান্নিধ্যে আসতে পেরে ধন্য হলাম।
এর আগে গাড়িবহরযোগে উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে পৌঁছলে অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথেরো স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার), মন্ত্রীর একান্ত সচিব মু. আসাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু, সহকারী একান্ত সচিব মনির হোসেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন, রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথের, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্মকর্তা সুমেন বড়ুয়া প্রমুখ।
Leave a Reply