আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটোরের বড়াইগ্রামে মাইেক্রাবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত এক,আহত-৬

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ৬ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঢাকার আমিনবাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরিত দিক থেকে আসা প্রবাসীদের বহনকারী নওগাঁগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ছিটকে সড়কের পাশে ফিডার রোডে উল্টে পড়ে। এতে প্রাইভেটকারে থাকা আব্দুল করিম ঘটনাস্থলেই নিহত হয় এবং তার গাড়ির চালক আহত হয়। অপর মাইক্রোবাসটিও সড়কের অন্য পাশে পড়ে গিয়ে মাইক্রোবাসের ৫ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ