মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল): নাটোরের নলডাঙ্গা চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে উপজেলা পরিষদের ভবনের ভেতর ঢুকে ইউএনও’র ড্রাইভার রুবেলকে তাড়া করলো দুর্বৃত্তরা। চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তাড়া করার একটি ভিডিও এসেছে আমাদের প্রতিবেদকের হাতে।
ইউ এন ও অফিস সূত্র ও স্থানীয়রা জানায়, ইউএন ড্রাইভার রুবেল এর ভাই খোকনের সাথে ব্যক্তিগত টাকা পাওনা নিয়ে বিরোধ ছিল স্থানীয় দুর্বৃত্ত হাবিবের। এরই সূত্র ধরে আজ সকালে হাবিব ও তার সহযোগীদের সাথে বাক বিতণ্ডা হয় রুবেলের। এক পর্যায়ে রুবেলকে মোটরসাইকেলে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। রুবেল প্রাণ ভরে পালিয়ে উপজেলা পরিষদ ভবনের ভেতরে ঢুকলে পিছন পিছন দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তাড়া করে। এ সময় রুবেল ইউএনওর রুমে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, এ বিষয়ে জেলা প্রশাসক সহ সিনিয়র অফিসারদের অবহিত করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ বলেও জানান তিনি।
আর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান জানান, এমন ঘটনা তিনি শুনেছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply