-
- রাজশাহী
- নাটোরের লালপুরে গাজা চাষি সাইফুল গ্রেফতার
- আপডেট টাইম : জুলাই, ৫, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ
- 71 বার
মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরের লালপুরে বাড়ির আঙ্গিনায় গাজা চাষ করেছে সাইফুল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ী। এ খবর পেয়ে রাতে অভিযানে নামে লালপুর থানা পুলিশ। এ সময় ১০ ফিট উচ্চতা একটি গাজার গাছ উদ্ধার করে অভিযানিক এ দলটি বলে জানা গেছে।
মঙ্গলবার (৪জুলাই) দিনগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষের খবর পেয়ে লালপুর থানার উপ পরিদর্শক এস আই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নঁওপাড়া এলাকায় ইব্রাহিমের ছেলে সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে ১০ ফিট উচ্চতা ১০ কেজি ওজনের একটি গাজার গাছ উদ্ধার করে। গাঁজা চাষি সাইফুল কে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে লালপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
ঘটনার বিষয়ে উপ পরিদর্শক এস আই রেজাউল করিম জানান, সাইফুল এর আগেও গাঁজা চাষ করেছে। সে প্রতি বছর নিয়মিত গাঁজা চাষ করে।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জ্বল হোসেন জানান, গাঁজা চাষিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ক্যাটাগরীর আরো সংবাদ
Leave a Reply