আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তামিমের অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

(আজকের দিনকাল):বাংলাদেশ ক্রিকেটের এক কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। একটা সময় বাংলাদেশ দলে যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না; তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন এই বাঁহাতি ওপেনার।

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন-গেছেন; কিন্তু ঢাল হয়ে বাংলাদেশ দলের ভরসা ছিলেন তামিম ইকবাল। তবে এ তারকাই বোর্ডের প্রতি চরম অভিমান বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন।

তামিমের বিদায় মেনে নিতে পারছেন না তার অনেক সতীর্থ। মাশরাফি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ— সবাই তামিম ইস্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন। তবে সারা দিন পার হয়ে গেলেও এ ইস্যুতে কথা বলেননি সাকিব।

অবশেষে বন্ধু ও প্রিয় সতীর্থকে নিয়ে মুখ খুললেন সাকিব। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তামিমের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে পোস্ট করেন সাকিব। ইংরেজি ও বাংলায় সাকিব তার স্ট্যাটাসে লেখেন— ২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।

তিনি লেখেন— আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।

একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম— আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান ও রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।

তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে… কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে।

সর্বশেষ তিনি লেখেন— তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ করো।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ