আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


বিজিবিকে দেখেই ১ কেজি আইস ফেলে জঙ্গলে পালিয়ে গেল পাচারকারীরা

(আজকের দিনকাল):কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকায় বিজিবিকে দেখে আইস ভর্তি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে গেছে পাচারকারীরা। পরে ওই ব্যাগ থেকে এক কেজি ৬৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ জুলাই) ভোরে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার-৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পালংখালীর ধামনখালী এলাকার সরওয়ারের চিংড়ির ঘের দিয়ে মিয়ানমার থেকে আইসের বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় সীমান্ত দিয়ে কয়েকজনকে হেঁটে বাংলাদেশে আসতে দেখে বিজিবি তাদের দাঁড়াতে বলে। এসময় তারা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যান। পরে ওই ব্যাগ খুলে ভেতরে এক কেজি ৬৬ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ