আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ীদের তথ্য গোপনে পুলিশ-প্রশাসনকে জানাতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

(আজকের দিনকাল):স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, জেলখানায় যেসব আসামি রয়েছে তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মাদক ব্যবসায়ী ও সেবনকারী। দুই মাস পর অনেক মাদক ব্যবসায়ী জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে। সাক্ষী প্রমাণের অভাবে এদের অনেকের বিচার হয় না।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর হেনা আহমেদ মনযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, মাদকের বিরুদ্ধে আপনাদের কাজ করতে হবে। সমাজে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের তথ্য গোপনে পুলিশ ও প্রশাসনের কাছে জানাতে হবে। আমরা চাই, নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে। তা না হলে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি তা বাধাগ্রস্ত হবে।

ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াহাব ভূইয়া, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আদিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, হাসাড়া ইউপি চেয়ারম্যান হাজী সোলায়মান খান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ