(আজকের দিনকাল):মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কিছু লোক ধর্মের নামে মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। মুসলমানদেরকেই তারা হত্যা করতে চায়। এদেশে মানুষ হত্যাকারী, জঙ্গিদের মাধ্যমে ইসলাম আসেনি। সুফি সাধকরাই ইসলামকে প্রচার করেছেন।
শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদে গাদিরে খুম উদযাপন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মাওলানা আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহ সুফি লুৎফুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর খন্দকার গোলাম মওলা নকশেবন্দী, সুপ্রিমকোর্টের সহকারী এটর্নি জেনারেল সৈয়দা সারোয়ার এ জাহান রাজি, শাহ সুফি শাহ জাহান আলী, শাহ সুফি আরেফ রাসেল আহমাদ, উপদেষ্টা শাহ সুফি খাজা সলিমুল্লাহ আহমদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন দরবারের পীর ও সুফি সাধকরা।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, দেশকে মানে, আর জাতির পিতাকে মানে না-এরকম কিছু লোক আছে। অনুরূপভাবে ইসলাম মানলেও কিছু লোক নবীর বংশধরকে মানে না। তিনি বলেন, নবীর বংশধরকে যারা হত্যা করেছে তারাও নিজেদের ইসলাম ধর্মের অনুসারী বলে পরিচয় দিত। আসলে তাদের কথা ও কাজে মিল ছিল না।
Leave a Reply