আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোর গ্যাং ঠেকাতে পুলিশ পাহারা!

(আজকের দিনকাল):আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রভাব বিস্তারে কিশোরদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। এতে কিশোররা বেপরোয়া হয়ে ওঠেছে এবং তারা সংঘটিত হচ্ছে। টাঙ্গাইলের ভূঞাপুরে ইতোপূর্বে তারা বিভিন্ন অঘটন ঘটিয়েছে। কিশোর গ্যাং ঠেকাতে পুলিশের পাহারা বাড়ানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল-কলেজ ও রাস্তাঘাটে বেপরোয়া আচরণ করছে। মোটরসাইকেল নিয়ে তারা এদিক-সেদিক বেপরোয়াভাবে চলাচল করছে এবং মারপিটে জড়াচ্ছে। এলাকায় অধিপত্য বিস্তার, মাদক ও ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ এলাকার মানুষজন। গ্রুপভিত্তিক এসব কিশোর গ্যাংয়ের কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। রাজনৈতিক ব্যক্তিরা কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে ফায়দা হাসিল করছে।

ঈদের আগে ও পরে একাধিক ঘটনায় বিভিন্ন কিশোরদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়েছে। ভূঞাপুর সরকারি পাইলট স্কুলের পুকুর পাড়ে, রেলস্টেশন, শিশুপার্ক, বাসস্ট্যান্ড, হাসপাতাল চত্বর, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, গণেশ মোড়সহ বিভিন্ন স্থানে কিশোর গ্যায়ের সদস্যরা অবস্থান করে, স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্ত করে।

রোজ বাড কিন্ডারগার্টেনের পরিচালক আবুল বাশার জানান, কিশোর গ্যায়ের অত্যাচারে মেয়েরা স্কুল-কলেজে আসতে ভয় পায়। ফলে তারা মা-বাবাকে সঙ্গে করে নিয়ে আসে আবার সঙ্গে করে নিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কিশোর গ্যাং ঠেকাতে আমরা জনসংযোগ, গণসচেতনতা ও বিট মিটিং করে যাচ্ছি। এছাড়া রাস্তায় রাস্তায় পুলিশ টহলের ব্যবস্থা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ